পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি :
অবিরাম বর্ষণে ঢলের কারণে বান্দরবান জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছু উন্নতি হয়েছে।
ছাড়া পাহাড় ধসের কারণে অন্যান্য জেলার সঙ্গে বন্ধ হয়ে যাওয়া সড়ক যোগাযোগও শুরু হয়েছে।
বুধবার সকাল থেকে জেলা সদরের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।
তবে রাঙ্গামাটি ও রুমা উপজেলা সদরের মধ্যে যানবাহন চলাচল এখনও বন্ধ রয়েছে।
এদিকে মঙ্গলবার রাত ও বুধবার সকালে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এবং বন্যাদুর্গত এলাকাসমূহ পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
তিনি জানান, ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সাহায্যের ব্যবস্থা করা হয়েছে বলে জানান।
এসময় উপস্থিত জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, নিহতদের জন্য নগদ ২০ হাজার টাকা করে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ২০ কেজি করে চাল এবং অন্যান্য ত্রাণ বিতরণ করা হচ্ছে।