বানিয়ারচ সমাধীতে পুষ্পমাল্য অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলণ করে নিহতদের স্মরণ

 

হায়দার হোসেন,গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

নিহতদের সমাধীতে পুষ্পমাল্য অর্পণ, সমাধিতে মোমবাতি প্রজ্জ্বলণ, প্রার্থনা সভা, শোকযাত্রার মধ্য দিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গীর্জায় বোমা হামলা ট্র্যাজেডির ১৭-তম দিবস পালন করা হয়েছে।
শনিবার (৩ জুন) সকাল সাড়ে ৭টায় বানিয়ারচর গির্জায় খ্রীস্টান সম্প্রদায়ের লোকজন নিহতদের স্মরণে গীর্জায় প্রার্থনা সভায় যোগ দেন। পরে সকাল সাড়ে ৮ টায় বোমা হামলায় নিহত ১০ জনের কবরে পুস্পমাল্য অর্পন, প্রদীপ প্রজ্জলন ও কবর জিয়ারত করে নিহতদের পরিবারের সদস্যরা ও এলাকাবাসী। এরপর সকাল ৯ টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত বানিয়রচর এলাকায় শোকযাত্রা বের করা হয়। শোকযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গীর্জায় গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত, ২০০১ সালের ৩ জুন সকাল ৭টার দিকে মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গীর্জায় সাপ্তাহিক প্রাথর্না চলাকালে বিকট শব্দে বোমা বিষ্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে প্রাথর্নারতঃ অবস্থায় ১০ জন নিহত হন ও আহত হন আরো অর্ধশত লোক। কিন্তু দীর্ঘ ১৬ বছর পার হয়ে গেলেও নিহতদের পরিবারগুলো বিচার না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঐশীর আপিলের রায় কাল
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত