বাতাস থেকে পাওয়া যাবে খাবার পানি!

পপুলার২৪নিউজ ডেস্ক:
আমরা যে বাতাসটি বুকে টেনে নেই অক্সিজেনের জন্য, সে বাতাসেই রয়েছে প্রচুর জলীয় বাষ্প বা পানি। এ পানি ব্যবহার করে যে, খাবার পানির অভাব মেটানো সম্ভব, তা অনেকেই জানেন না। সম্প্রতি গবেষকরা একটি যন্ত্র আবিষ্কার করেছেন। এটি সৌরশক্তির সাহায্যে বাতাস থেকেই এনে দেবে খাবার পানি।

হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। একেবারে শুকনো খটখটে বাতাস থেকেও এ বার পানি টেনে, শুষে নিয়ে মেটানো যাবে বুকের ছাতি ফাটানো তেষ্টা! এমনকি, মরুভূমিতেও আর পানির অভাবে বুক চাপড়াতে হবে না! আর সেটা করা যাবে আমাদের সব সময়ের সঙ্গী সূর্যালোক দিয়েই! তেমন একটা ঝক্কি-ঝামেলাও নেই। কফি খাওয়ার মগের মতো ছোট্ট একটা যন্ত্রই সেই মুশকিলটা আসান করে দেবে!

চমকে দেওয়ার মতো যন্ত্রটি উদ্ভাবন করেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) অধ্যাপক ইভলিন ওয়াঙ ও বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ ওমর ইয়াঘির নেতৃত্বে যে আন্তর্জাতিক গবেষকদল। তাদের দলে রয়েছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক সমীর আর রাও ও শঙ্কর নারায়ণন।

গবেষকদের দাবি, একটি কোকের ক্যানে যতটা পানি ধরে, এক ঘণ্টায় ততটা পানি শুকনো খটখটে বাতাস থেকে শুধুই সূর্যালোকের সহায়তায় বানিয়ে ফেলতে পারবে যন্ত্রটি।

তবে ওই প্রযুক্তিকে আরও উন্নত করা হচ্ছে, যাতে অনতিদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার শুকনো খটখটে এলাকাগুলিতে পানীয় জলের দীর্ঘমেয়াদি সমস্যাও মেটানো যায়।

যন্ত্রটি উদ্ভাবনের পর তার বিস্তারিত নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল ‘সায়েন্স’ এর ১৩ এপ্রিল সংখ্যায়। যার শিরোনাম ‘ওয়াটার হারভেস্টিং ফ্রম এয়ার উইথ মেটাল-অরগ্যানিক ফ্রেমওয়ার্কস পাওয়ারড বাই ন্যাচারাল সানলাইট’।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়নস ট্রফি বয়কট করলে খেলা হবে না বিশ্বকাপও!
পরবর্তী নিবন্ধহাওরে ক্ষতিগ্রস্তদের ফ্রি চিকিৎসা দেবে সরকার:স্বাস্থ্যমন্ত্রী