বাজেট পরবর্তী নৈশভোজে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : সংসদে বাজেট পাসের পর অর্থ মন্ত্রণালয় আয়োজিত এক নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৬ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ নৈশভোজের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সেখানে তাকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর সঙ্গে বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় সংসদের স্পিকার, সংসদ উপনেতা, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় সংসদে সোমবার ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়। জাতীয় এ বাজেট ১ জুলাই থেকে কার্যকর হবে।

 

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে আট কিলোমিটার যানজট
পরবর্তী নিবন্ধসার আমদানির বিল পরিশোধের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি