বাজেটের আগেই বেনসন ১৮ টাকা, গোল্ডলিফ ১৩

নিজস্ব প্রতিবেদক : আসন্ন প্রস্তাবিত বাজেট উপস্থাপনের আগেই বাজারে প্রায় সব ধরনের সিগারেটের দাম ১-২ টাকা বেড়েছে। ফলে ধূমপায়ীদের এখন থেকেই সিগারেট কিনতে বেশি টাকা খরচ করতে হচ্ছে।

শনিবার (১৩ মে) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি শলাকা বেনসন সিগারেটে দুই টাকা বেড়ে ১৮ টাকা হয়েছে। আর গোল্ডলিফ এক টাকা বেড়ে ১৩ টাকায় বিক্রি হচ্ছে। আগে যে মার্লবোরো সিগারেট প্রতি শলাকা ১৬ টাকায় বিক্রি হতো, এখন তা বেড়ে ১৭ টাকা হয়েছে। তবে রয়েল, ডার্বি, হলিউড আগের দাম পাঁচ টাকায় বিক্রি হচ্ছে।

 

খুচরা বিক্রেতাদের দাবি, চাহিদামতো সিগারেট মিলছে না। সিগারেটের ডেলিভারিও বন্ধ রয়েছে। কৃত্রিম সংকট তৈরি করে সরাসরি কোম্পানি থেকে নেওয়া এজেন্টরা বাজারে সিগারেট ছাড়ছে না।

পূর্ববর্তী নিবন্ধঈশ্বরদীতে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধ৬ বোর্ডের রোববার-সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত