বাজারে মধুমাসে মধুফল লিচু, দামও হাতের নাগালে

হাফিজুর রহমান  :চট্টগ্রাম :
চলে এসেছে মধুমাস জ্যৈষ্ঠ। ফল বাগানের মৌ মৌ গন্ধের সুভাষে এসে লেগেছে
নগর-গ্রামসহ সবখানে। কয়েকদিন আগে থেকেই চট্টগ্রামের বাজারে এসেছে মধুমাসের মধু
ফল লিচু। প্রথম দিকে স্থানীয় কিছু লিচু বিক্রি হলেও এখন বাজারে এসেছে পাবনার
লিচু। নগরীর বিভিন্ন ফুটপাথ থেকে শুরু করে বড় বড় বাজারগুলোতে পাওয়া যাচ্ছে
মিষ্টি স্বাদের এ রসালো লিচু। শুরুর দিকে দাম আকাশ ছোঁয়া হলেও এখন অনেকটা
নাগালের মধ্যে রয়েছে বলে জানান বিক্রেতারা।
মঙ্গলবার (২১ মে) নগরীর ফলমন্ডীসহ কয়েকটি বড় বড় বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
এদিকে চট্টগ্রামের পাইকারী বাজার ফলমন্ডী এলাকা
ঘুরে দেখা যায়, পাবনার লিচু দাম হাঁকিয়ে বিক্রি করছেন পাইকাররা। আবার সেগুলো
ইতোমধ্যে চট্টগ্রামের বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। প্রতি
খাঁচি (১ হাজার পিস) লিচু বিক্রি হচ্ছে ১ হাজার ৬শ’ থেকে ২ হাজার টাকায়। সেটি
খুচরা পর্যায়ে তিন হাজার থেকে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি ১০০
পিস লিচু তিনশো থেকে চারশো টাকা।
পাইকারী ফলব্যবসায়ী কামাল বলেন, লিচুর খাঁচি নিয়ে বসেছি। যা দেখতে পাচ্ছেন
সবগুলো পাবনার লিচু। প্রতিটি খাঁচির দাম বলে দিয়েছি দেড় হাজার টাকার উপরে তারা
(খুচরা ব্যবসায়ীরা) তাদের পছন্দমত দাম বলছেন। আমার সাধ্যমত হলে ছেড়ে দিচ্ছি।
খুচরা ব্যবসায়ী জব্ববা বলেন, এখনো বাজারে উত্তরবঙ্গের লিচু তেমন না আসাতে একটু
বেশি। তবে ২০-২৫ দিনের মধ্যে দিনাজপুরের লিচু চলে আসলে দাম আরও কমতে পারে।
এদিকে, খুচরা দামে মানভেদে প্রতি ১০০টি লিচুর দাম হাঁকা হচ্ছে ৩৫০ থেকে ৫০০
টাকা পর্যন্ত। তবে আগামীতে আরও আসতে শুরু করবে উত্তরবঙ্গের বিভিন্ন জাতের
লিচু। তখন দাম আরও কমে আসবে জানান বিক্রেতারা।
নগরীর চকবাজার, ২নং গেইট,নিউমার্কেট, কাজির দেউরি ও আগ্রাবাদ এলাকা ঘুরে দেখা
যায়, ফুটপাতে উচ্চস্বরে হাঁক দিয়ে লিচু বিক্রি করছেন বিক্রেতারা। তাদের ডাকে
আকৃষ্ট হয়ে অনেক ক্রেতাই ভিড় করছেন।
সাহেদা আক্তার  নামে এক ক্রেতা জানান, বছরের ফল হিসেবে এ প্রথম পাবনার লিচু
নিয়েছি। রমজান মাস তাই খেয়েও দেখতে পারিনি। যতটুকু দেখা যাচ্ছে ভাল হবে। প্রতি
১০০ লিচু নিয়েছি ২৭০ টাকা করে। সে তুলনায় অনেকাংশে কম আছে।
কথা হয় ফলমন্ডী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. আলমগীরের সাথে। তিনি
জানান, ফলমন্ডী বাজারে লিচু এসেছে বৈশাখের প্রথম দিকে। তখন ছিল বাঁশখালী
কালিপুরের লিচু, রাঙ্গামাটি-খাগড়াছড়ির পাহাড়ি লিচু। জৈষ্ঠের প্রথম তারিখ থেকে
পাবনা ও মেহেরপুরের লিচু চলে আসে। এরইমধ্যে বিকিকিনির আসরও বেশ জমেছে।
তিনি আরও বলেন, ঘুর্ণিঝড়ের প্রভাবে দেশের উত্তারঞ্চলের বিভিন্ন আম, লিচু
বাগানে শিলা বৃষ্টি হওয়ায় প্রচুর আম-লিচু গাছ থেকে ঝড়ে পরেছে। আবার অনেক ফল
গাছেই নষ্ট হয়ে গেছে। তাই কিছুটা দাম বৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে।
তবে প্রথম পর্যায়ে দাম একটু বেশি হলেও দেশের বিভিন্ন জায়গা থেকে ফল আসা শুরু
করলে নিঃসন্দেহে দাম কমবে। কারণ ফলের পরিমাণ বৃদ্ধি পেলে ভোক্তাদের চাহিদা
বাড়বে। যার ফলে দাম কমবে বলে মনে করেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধঋণখেলাপিদের বিশেষ সুবিধা দেয়া সার্কুলারে ‘স্থিতাবস্থা’
পরবর্তী নিবন্ধরুপপুরের বালিশ কেনার বিষয়ে তদন্ত করবে আইএমইডি: পরিকল্পনামন্ত্রী