‘বাঙালির পিতার নাম শেখ মুজিবুর’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি কর্তৃক প্রকাশিত ‘বাঙালির পিতার নাম শেখ মুজিবুর’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ অক্টোবর) গণভবনে তিনি এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব সাজ্জাদুল হাসান, সমিতির সাবেক সভাপতি পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম ও সমিতির মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ মিজানুল হক কাজল।

‘গ্রামীণ অর্থনৈতিক অবস্থা নিয়ে কিছু কথা’ শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লেখা স্মারকগ্রন্থটিতে প্রকাশিত হয়েছে। স্মারকগ্রন্থটিতে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মজীবনের ওপর লিখেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আবদুল গাফফার চৌধুরী, মরহুম এইচ টি মাম, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, মরহুম শামসুজ্জামান খান, সেলিনা হোসেন, রামেন্দু মজুমদার, সৈয়দ মনজুরুল ইসলাম, ড. আতিউর রহমান, নাসির উদ্দিন ইঊসুফ, মোহাম্মদ জমির, লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, এম এ সাত্তার মণ্ডল, সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান, কবি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, মরহুম হাবীবুল্লাহ সিরাজী, কামাল চৌধুরীসহ আরও অনেক লেখক ও কবি।

স্মারকগ্রন্থটিতে বাণী প্রদান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। ১২০ গ্রাম আর্ট পেপারে মুদ্রিত বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।

পূর্ববর্তী নিবন্ধ৮ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ
পরবর্তী নিবন্ধজাতীয় প্রয়োজনে সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে: প্রধানমন্ত্রী