বাঘাইছড়িতে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পার্বত্য তিন জেলার সবকটি উপজেলাতেই ভোট অনুষ্ঠিত হচ্ছে। রাঙ্গামাটির দশ উপজেলায় চলছে ভোটগ্রহণ। সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

তবে ভোটগ্রহণ শুরুর পর সকাল ১০টার দিকে বাঘাইছড়ি উপজেলায় জনসংহতি সমিতি সমর্থিত প্রার্থী বড়ঋষি চাকমা ভোটে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

এদিকে ভোটগ্রহণকে কেন্দ্র করে পুরো জেলায় নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবির পাশাপাশি এখানে কেন্দ্রে কেন্দ্রে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

রাঙ্গামাটি সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকে ভোটারের উপস্থিতি কিছুটা কম। সকাল থেকেই ভোটারের কোনো লাইন দেখা যায়নি। তবে অনেকেই বলছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে।

উল্লেখ্য, পার্বত্য জেলা রাঙ্গামাটির দশ উপজেলায় আজ একযোগে এই ভোট উৎসব চলছে। তবে লংগদু ও কাপ্তাই উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার দুই প্রার্থী নির্বাচিত হওয়ায় উপজেলা দুটিতে শুধু ভাইস চেয়ারম্যান পদে ভোট হচ্ছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে (লংগদু ও কাপ্তাই ছাড়া) ২০ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩১ জন এবং মাহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দশ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ১৭ হাজার ৩৫৯ জন। ভোটকেন্দ্র রয়েছে ২০৩টি। এর মধ্যে ২১টি কেন্দ্র ‘হেলি সটিং’।

 

পূর্ববর্তী নিবন্ধনওগাঁয় নির্বাচনের দায়িত্ব পালনকালে প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে ট্রুডোর ফোন, মসজিদে হামলায় নিহতদের প্রতি শোক