পপুলার২৪নিউজ ডেস্ক:
রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলায় সাতজন নিহতের ঘটনায় সাজেক থানাধীন ৮নং মধ্যপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আক্তার আলী বাদী হয়ে অজ্ঞাতনামা অর্ধশত ব্যক্তির নামে মামলা দায়ের করেছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাঘাইছড়ি থানায় মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন ওই থানা পুলিশের ওসি এমএ মনজুর।
ওসি আরও বলেন, ওই ঘটনায় আহত পুলিশ সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় ৪০/৫০ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে। আসামিদের ধরতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ পঞ্চম উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন থেকে ফেরার পথে নির্বাচন কর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ হামলায় ৭ জন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়।