বাগেরহাট-৩ উপ নির্বাচনে মনোনয়ন পেলেন খালেকের স্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের ছেড়ে দেওয়া বাগেরহাট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন খালেকের স্ত্রী হাবিবুন নাহার। সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভায় তাকে মনোনীত করা হয়।

আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং জমা দেন- তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার, চিত্রনায়ক শাকিল আহসান (শাকিল খান), খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আবু হানিফ ও ব্যারিস্টার ওবায়েদ।

সেগুলো যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারকেই মনোনীত করে।

গত ৯ এপ্রিল সংসদ থেকে বিদায় নেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক। পরে ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন তিনি।

আগামী ২৬ জুন বাগেরহাট-৩ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

পূর্ববর্তী নিবন্ধইফতার নিয়েও রাজনীতি করছে বিএনপি:  কাদের
পরবর্তী নিবন্ধআলেম ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার