বাগেরহাটে স্কুল ব্যাংকিং কনফারেন্স ও র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং কনফারেন্সে শিক্ষার্থীদের ব্যয় সংকোচনের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে বড় পুজি দাঁড় করিয়ে ভবিষ্যতে শিল্প উদ্যেক্তা হওয়ার আহবান জানান বক্তারা। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বাগেরহাট অঞ্চলের সকল তফসিলি ব্যাংকের অংশগ্রহণে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে লীড ব্যাংক হিসেবে রূপালী ব্যাংক দায়িত্ব পালন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক মো. মোশাররফ হোসেন খান। রূপালী ব্যাংকের জিএম শচীন্দ্র নাথ সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের ডিজিএম মো. আমজাদ হোসেন খান, বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ শাহজাহান ও সহকারী জেলা শিক্ষা অফিসার অসীম কুমার দাশ। এ সময় বিভিন্ন ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাজশাহীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স ও র‌্যালি অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধচবি বগি ভিত্তিক রাজনীতির  উপর কেন্দ্রীয়  ছাত্রলীগের নিষেধাজ্ঞা