বাগেরহাটে কীটনাশক খেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

বাগেরহাটের শরণখোলায় চালের পোকা দমনের ট্যাবলেট (এক ধরণের কীটনাশক ট্যাবলেট) খেয়ে ১০ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী আত্মহনন করেছে।

বুধবার সকালে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। গতকাল মঙ্গলবার রাতে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাসরিন আক্তারকে (১৬) ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাসরিন আক্তার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মামুন সরদারের মেয়ে। সে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে মামা নজরুল খলিফার বাড়িতে থেকে পড়ালেখা করতো। নাসরিন আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্রী ছিলেন।

নাসরিনের মামা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত কয়েক বছর ধরে তার ভাগ্নী তাদের বাড়িতে থেকে পড়ালেখা করে। ভাগ্নি সামান্য বিষয় নিয়ে উত্তেজিত হয়ে পড়তো। ঘরে চালের পোকা দমনের ট্যাবলেট রাখা ছিল। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সবার অলক্ষ্যে ওই ট্যাবলেট খেয়ে নাসরিন অসুস্থ্য হয়ে পড়ে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে স্কুলছাত্রী নাসরিন আক্তারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রেমঘটিত বা অন্য কোন কারণে ওই স্কুলছাত্রী চালের পোকা দমনের ট্যাবলেট খেয়ে আত্মহনন করেছে বলে ধারণা করা হচ্ছে। আত্মহত্যার বিষয়টি পুলিশ ক্ষতিয়ে দেখছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

পূর্ববর্তী নিবন্ধভাইরাল অভিনেত্রীর পোল ডান্স ইনস্টাগ্রাম পোস্ট
পরবর্তী নিবন্ধভোলায় জ্বীনের বাদশাসহ গ্রেপ্তার ২