স্পোর্টস ডেস্ক : আবুধাবি টি-টেন লিগের এবারের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর। ড্রাফট শুরুর আগেই বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স এবার তিন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার আভাস দিয়ে রাখল। বাংলা টাইগার্সের ফ্রাঞ্জাইজি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এ আভাস দেওয়া হয়েছে।
ওপেনার তামিম ইকবাল, পেসার মুস্তাফিজুর রহমান, ব্যাটার আফিফ হোসেনের পর এবার টি-টেনে অংশ নিচ্ছেন আর দুই বাংলাদেশি। সর্বশেষ সিজন সিক্সের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
বাংলা টাইগার্স একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তাসকিন, মৃত্যুঞ্জয়, তামিম, শামসি, ফারুকি ও নিসাঙ্কার ছবি দিয়ে লিখেছে, ‘ড্রাফটের তালিকায় শত শত এক্সাইটিং খেলোয়াড় এবং এটি তার একটি আভাস মাত্র।’
আসন্ন আসরের জন্য বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে চুক্তি করেছেন সাকিব আল হাসান। প্রধান কোচের দায়িত্বে থাকছেন আফতাব আহমেদ। এ ছাড়া দলটির পরামর্শকের ভূমিকায় থাকবেন নাজমুল আবেদীন ফাহিম।