স্পোর্টস ডেস্ক : রাত পোহালেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের মেগা নিলাম। এখন চলছে শেষ সময়ের হিসেব নিকেশ। কোন দেশের কতজন খেলোয়াড়কে যথাসময়ে পাওয়া যাবে তা নিয়ে বেশ চিন্তায়ই রয়েছে আইপিএল আয়োজক কর্তৃপক্ষ।
কেননা আইপিএল শুরুর সময় খেলা থাকবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার। ফলে অনেক খেলোয়াড়ই আইপিএলের শুরু থেকে খেলতে পারবেন না। যোগ দিতে হবে মাঝপথে। এটি নিয়েই বেশ চিন্তায় রয়েছে আয়োজকরা।
আইপিএল আয়োজকদের এ চিন্তা কিছুটা কমানোর কথা ভাবছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। তাদের কিছু খেলোয়াড়কে আইপিএল খেলার জন্য আগেই ছেড়ে দেওয়ার বিষয়ে ভাববে বলে জানিয়েছে সিএসএ। তবে এটি এখনও চূড়ান্ত হয়নি।
আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যা শেষ হবে আগামী ১২ এপ্রিল। অথচ আইপিএল শুরুর সম্ভাব্য সময় আগামী ২৭ মার্চ।
যার মানে দাঁড়ায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ পুরোটা খেললে, দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটার কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টজে, মার্কো জানসেন, এইডেন মারক্রামরা শুরু থেকে আইপিএলে যোগ দিতে পারবেন না।
তাই তাদেরকে আগেই ছেড়ে দেওয়ার কথা ভাবছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। তবে এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে রাজি সিএসএ প্রধান লওসন নাইদু। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপে এ বিষয়ে কথা বলেছেন নাইদু।
তার ভাষ্য, ‘আইপিএল নিলাম হয়ে যাওয়ার পর আমরা বিষয়টি নিয়ে ভাববো। কারণ তখনই আমরা জানতে পারবো যে ঠিক কোন খেলোয়াড়রা এবারের আইপিএলে সুযোগ পেয়েছে। এরপর আমরা ভিন্ন কিছু চিন্তা করতে পারি।’