বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না : চীনা দূত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে মন্তব‌্য করতে নারাজ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন। রাষ্ট্রদূ‌তের ভাষ্য, চীনা রাষ্ট্রদূত হিসেবে দুই দে‌শের সম্পর্ক নি‌য়ে কো‌নো মন্তব‌্য করা সমীচীন হ‌বে না।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার চীন দূতাবাসে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

৫ আগস্টের পর বাংলাদেশ ও ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপড়েন চলছে, এ বিষ‌য়ে রাষ্ট্রদূতের মন্তব‌্য কী— জানতে চাইলে তি‌নি বলেন, চীনা রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আমার কোনো মন্তব্য করা সমীচীন হ‌বে না। এটা দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়। দুই দেশকে দ্বিপক্ষীয় উপা‌য়ে এ সমস‌্যার সমাধান করতে হবে। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না।

অন্তর্বর্তী সরকারের সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে চীনের প্রতিক্রিয়া প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, সংস্কার ও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু। এ নিয়ে মন্তব্য করবে না চীন। চীনা কমিউনিস্ট পার্টি বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়।

চীনা রাষ্ট্রদূত জানান, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ৩০টি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এই বিনিয়োগের মোট পরিমাণ হবে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার।

তি‌নি বলেন, চীন বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী। চলতি বছরের মে মাস থেকে চীন বাংলাদেশ থেকে আম ও কাঁঠাল আমদানি শুরু করবে।

পূর্ববর্তী নিবন্ধউত্তরার সেই ঘটনায় আরও এক যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমাস শেষের আগেই পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা: ট্রাম্প