পপুলার২৪নিউজ ডেস্ক:
টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৬ বছর পর প্রথমবার ভারতের মাটিতে বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট ম্যাচটি নিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ঐতিহাসিক এই টেস্ট ম্যাচ। অতিথিদের যাতে নিরাপত্তাজনিত কোনো ঘাটতি না থাকে তা নিশ্চিত করতে তৎপর হায়দরাবাদ প্রশাসন।
রাচাকন্ডার পুলিশ কমিশনার মহেশ ভাগত বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “নিরাপত্তা উইং, আইন ও নির্দেশ, স্পেশাল ব্রাঞ্চ, সিসিএস, দমকলবাহিনীসহ ৬ ধরনের নিরাপত্তা ব্যবস্থা বলবত থাকবে। এছাড়া মাঠে প্রবেশের বিভিন্ন জায়গায় ৫৬ টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ”
এছাড়া ১০ টি বোমা নিষ্ক্রিয়করণ দল, ১২০৪ জন নিরাপত্তা প্রহরী নিয়মিতভাবে নিরাপত্তার দায়িত্বে থাকবে। নিরাপত্তার স্বার্থে পুলিশের পক্ষ থেকে মাঠে প্রবেশকারী সধারণ দর্শকদের ব্যাগ, ক্যামেরা, দূরবীক্ষণ যন্ত্র, সিগারেট, ম্যাচ, লাইট, হেলমেট, সুগন্ধি, পানির বোতল নিতে নিষেধ করা হয়েছে। মাঠে ক্রিকেটারদের প্রবেশের সুবিধার্থে মাঠে প্রবেশের আগ পর্যন্ত ওই রাস্তা সাধারণ যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হবে।