‘বাংলাদেশ’ বানান জানা নেই ক্রিকেট বোর্ডের!

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

এদেশের রক্তে মাংসে মানুষ হওয়া। অথচ মাতৃভৃমির বানানই জানা নেই। বাংলাদেশ বানানেই ভুল। এটা কি করে সম্ভব! এমনই ঘটনা ঘটিয়েছে দেশের এক নম্বর ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলমান ত্রিদেশীয় সিরিজের টিকেটে বাংলাদেশ বানানে ভুল করেছে ক্রিকেট বোর্ড। এটা নিয়ে শুধু ক্রীড়াঙ্গনেই নয়,সারা দেশেই সমালোচনার ঝড়বইছে। বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্রিকেট বোর্ডের এমন দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা বেশি হচ্ছে। দেশের কর্তা ব্যক্তিরাই নন, এই সমালোচনার রেশ চায়ের আড্ডায়ও পৌঁছে গেছে।

যদিও এ নিয়ে প্রিন্টিং মিসটেকের কথা বলছেন ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা।তবে এত বড় ভুল হওয়াটা বিসিবির অপেশাদারিত্বই ফুটে উঠেছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

পূর্ববর্তী নিবন্ধবদলি হচ্ছেন ২৪ সাবরেজিস্ট্রার
পরবর্তী নিবন্ধ‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া সরকার ৩ দিনও টিকবে না’