বাংলাদেশ দলে তিন পরিবর্তন

নিজস্ব ডেস্ক:

বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন ছিল অবধারিত। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে পাওয়া ইনজুরিতে আগেই ছিটকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। তাদের সঙ্গে একাদশ থেকে বাদ দেয়া হয়েছে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকেও।

সবমিলিয়ে তিন পরিবর্তন নিয়ে ঢাকা টেস্টে খেলতে নামছে বাংলাদেশ দল। সাকিব, সাদমান ও মোস্তাফিজের জায়গায় দলে এসেছেন সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন ও আবু জায়েদ রাহী। চট্টগ্রামের মতোই এক পেসার একাদশে। তবে এবার রাহীর সঙ্গে খণ্ডকালীন পেসার হিসেবে রয়েছেন সৌম্য।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ছয়, দ্বিতীয় ম্যাচে এক ও তৃতীয়টিতে দুইজনের অভিষেক করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ধারাবাহিকতা ধরে রেখে প্রথম টেস্টেও তারা নতুন ক্যাপ তুলে দেয় তিন খেলোয়াড়ের মাথায়। অবশেষে দ্বিতীয় টেস্টে কোনো অভিষিক্ত খেলোয়াড় ছাড়াই খেলতে নেমেছে তারা।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। ঢাকায় ফিরে পুরোপুরি বদলে গেছে টস ভাগ্য। এবার কয়েন ভাগ্য গেছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের পক্ষে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আগে ব্যাটিংয়ে। অর্থাৎ ফিল্ডিং করতে নামবে স্বাগতিক বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং আবু জায়েদ রাহী।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেন মোসলি, এনক্রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), কাল মায়ারস, রাহকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিকান, আলঝারি জোসেফ এবং শ্যানন গ্যাব্রিয়েল।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত
পরবর্তী নিবন্ধদাগনভূঞায় কাদের মির্জার গাড়ি বহরে হামলা