পপুলার২৪নিউজ ডেস্ক:করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফর স্থগিত। আগামী মে মাসে আইরিশ সফরে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। ওয়ানডে সিরিজ আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু ছিল ইংল্যান্ড।
কিন্তু করোনাভাইরাসের কারণে সরকারের পরামর্শে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ স্থগিত করল ক্রিকেট আয়ারল্যান্ড।
ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন ডিউট্রম বলেছেন, করোনাভাইরাস বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। এমন পরিস্থিতে উভয় দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। মূলত খেলোয়াড়, কোচ ও সমর্থকদের জীবনের ঝুঁকির কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেয়া।
সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করছে করোনাভাইরাস। এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ছোঁয়াছে এই ভাইরাসে ইতিমধ্যে কয়েক হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন কয়েক লাখ।
সূত্র: আইসিসি