সদ্য ঘরের মাঠে শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ২০ রানের ঐতিহাসিক জয় পায় মুশফিকুর রহিমের দল। দ্বিতীয় ম্যাচে অবশ্য ৭ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া।ফলাফল ড্র।এখন টাইগারদের সামনে কঠিন মিশন দক্ষিণ আফ্রিকা সিরিজ।
এ মাসেই প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবেন মাশরাফি-মুশফিকরা। নয় বছর পর দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।উল্লেখ্য, এর আগে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ।
২১ সেপ্টেম্বর বোনোনিতে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ।
প্রথম টেস্ট হবে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পোচেফ্স্ট্রুমে। দ্বিতীয় টেস্ট হবে ৬-১০ অক্টোবর ব্লোয়েমফন্টেইনে। এই টেস্ট ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। আর ওয়ানডে সিরিজের প্রথমটি ১৫ অক্টোবর কিম্বার্লি, দ্বিতীয়টি ১৮ অক্টোবর পার্ল ও শেষটি ২২ অক্টোবর ইস্ট লন্ডনে বাংলাদেশ সময় দুপুর ২টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রথম টি-টোয়েন্টি ২৬ অক্টোবর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ অক্টোবর।ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।