বাংলাদেশ ছাড়লেন আরও ২২৪ ব্রিটিশ নাগরিক

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে আটকেপড়া ২২৪ জন ব্রিটিশ নাগরিক ষষ্ঠ দাফায় বাংলাদেশ ছেড়েছেন। এদের মধ্যে বাংলাদেশি বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক রয়েছেন।

শুক্রবার বিকাল সোয়া ৪টায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

এর আগে করোনার কারণে সিলেটে আটকেপড়া আরও ১৪৪ জন ব্রিটিশ নাগরিক নিয়ে সিলেট থেকে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। ৬ষ্ট দফায় শুক্রবার সকাল ১১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমান (বিজি ৪০২২) ফ্লাইটে ব্রিটিশ এ নাগরিকরা সিলেট ছাড়েন। যুক্তরাজ্যের পাঁচ শিশুসহ ১৪৪ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইট ঢাকায় গেছে।

পরে ঢাকায় অবস্থানরত আরও ৮০ জনসহ মোট ২২৪ জনকে নিয়ে দেশের উদ্দেশে রওনা হয় ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি।

বাংলাদেশ আটকেপড়া এ পর্যন্ত সর্বমোট ৮০৬ জন ব্রিটিশ নাগরিক ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে দেশে ফিরে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধমহিলা এমপি খাদিজাতুল আনোয়ার সনির ২২ শত প্যাকেট ইফতারী বিতরণ 
পরবর্তী নিবন্ধসুস্থ হওয়ার পথে ৮০০ করোনায় আক্রান্ত রোগী