বিনোদন ডেস্ক :
চলচ্চিত্রের উন্নয়নে প্রযোজক-পরিচালক-শিল্পীসহ চলচ্চিত্র সংশ্লিষ্টদের নিয়ে গঠিত হয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম’। চলচ্চিত্র প্রযোজক সামসুল আলমকে আহ্বায়ক ও চলচ্চিত্র পরিচালক শাহীন সুমনকে সদস্য সচিব করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। খুব শিগগির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
বুধবার (২ অক্টোবর) সংগঠনটি আত্মপ্রকাশ করে। শুরুর দিনই অন্তর্বর্তী সরকারের কাছে ২১ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। একইসঙ্গে মেনিফেস্ট ঘোষণায় বর্তমান চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরিবোর্ড বাতিলের দাবিও জানানো হয়।
গতকাল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
২১ দফা দাবির মধ্যে আরো রয়েছে— সরকারিভাবে সেন্ট্রাল সার্ভার প্রতিষ্ঠা, ই-টিকিটিং, সিনেমা হল সংস্কার, চলচ্চিত্র নির্বাচনে ব্যাংক লোনের ব্যবস্থা, চলচ্চিত্র বিষয়ে অনার্স-মাস্টার্স কোর্স চালু, চলচ্চিত্র অনুদানের আগে শর্ট লিস্ট প্রকাশ, প্রকৃত প্রযোজক-পরিচালককে চলচ্চিত্র অনুদান প্রদান, বিতর্কমুক্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান, রাজনৈতিক কোটায় চলচ্চিত্র অনুদান প্রথা বন্ধ, বিশ্বমানের চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন, ভূমিহীন চলচ্চিত্রকর্মীদের জন্য আবাসন ব্যবস্থা।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের আহ্বায়ক সামসুল আলম, চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ও ফোরামের যুগ্ম আহ্বায়ক চিত্রনায়ক ডিএ তায়েব, যুগ্ম আহ্বায়ক চিত্রনায়ক ওমর সানী, ফোরামের কার্যনির্বাহী সদস্য অভিনেতা আলীরাজ, শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও ফোরামের যুগ্ম আহ্বায়ক নানা শাহ, ফোরামের যুগ্ম আহ্বায়ক চলচ্চিত্র প্রযোজক এ জে রানা, যুগ্ম সদস্য সচিব সায়মন তারেক, চিত্রনায়ক হযরত আলী (ভুট্টো), চলচ্চিত্র প্রযোজক পিটার চৌধুরীসহ অনেকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের যুগ্ম আহ্বায়ক, চলচ্চিত্র প্রযোজক পরিচালক ইকবাল হোসেন জয়, ফোরামের যুগ্ম সদস্য সচিব, চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ, নৃত্য পরিচালক সমিতির সভাপতি আজিজ রেজা, অভিনেত্রী শবনম পারভীন, কেয়া চৌধুরী, সারমিন আকতার, চলচ্চিত্র প্রযোজক আব্দুর রহমান, চলচ্চিত্র কাহিনিকার সমিতির সাধারণ সম্পাদক সানী আলম, চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, ফোরামের নির্বাহী সদস্য মনিরুল ইসলাম, চলচ্চিত্র দর্শক ফোরামের সভাপতি মেহেদী হাসান মাসুমসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা।