বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠির ৫০ বছর পদার্পন উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা অনুষ্ঠিত

হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠির ৫০ বছর পদার্পন উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উদীচী গোপালগঞ্জ জেলা সংসদ এ শোভাযাত্রার আয়োজন করে।
রোরবার সকালে প্রথমভাগে শেখ ফজলুল হক মনি অডিটোরিয়াম চত্ত্বরে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তেলনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী সূবর্ণজয়ন্তী শুরু কর হয়। এসময় জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি মোহাম্মদ আবু হোসেন, সাংবাদিক ও কবি দীপঙ্কর গৌতম, জেলা উদীচী সংসদের সাবেক সভাপতি এনায়েত হোসেন, জেলা উদীচী সংসদের সভাপতি নাজমুল ইসলাম, সাধারন সম্পাদক আনিসুর রহমান রাজু উপস্থিত ছিলেন।
পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা উদীচী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এছাড়া বিকালে শেখ ফজলুল হক মনি অডিটোরিয়াম চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে শিল্পীরা। সোমাবার উদীচীর নাটক “নাশ লীলা” মঞ্চস্থ ও গীতি-নৃত্য-ন্যট্য “নকশীর কাথার মাঠ” এবং ভারতের পশ্চিমবঙ্গের একটি সাংস্কৃতিক সংগঠন “দশ রুপক গীতি আলেখ্য “যে আছে মাটির কাছাকাছি” পরিবেশন করবেন।

 

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২০ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত