বাংলাদেশে ২ লাখ ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চায় সৌদি

সাইদ রিপন:
সৌদি বিনিয়োগকারীদের জন্য ইতিমধ্যেই একটি বিশেষ অর্থনৈতিক
অঞ্চলে ২ হাজার একর জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ। এই অর্থনৈতিক অঞ্চলের
লক্ষ্য করেই এবার সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগকে টেকসই করতে এখানে
শিল্পাঞ্চল গড়ে তুলবে সৌদি। বিদ্যুৎ, স্বাস্থ্য, বিমান ও অর্থনৈতিক জোনকে
গুরুত্ব দিয়ে ১৬ প্রকল্পে প্রায় ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। স্থানীয়
মুদ্রায় এর পরিমান ২ লাখ ১০ হাজার কোটি টাকা (প্রতি ডলার ৮৪ টাকা ধরে)।
বৃহস্পতিবার (৭ মার্চ) সৌদির একটি প্রতিনিধি দল রাজধানীর
ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বাংলাদেশের বিভিন্ন
মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে সংলাপে করেন।
দিনভর সংলাপে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল,
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি
শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রী
কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল
কালাম আজাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী
চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, সৌদি আরবের দুই মন্ত্রীসহ ৩৪ সদস্যের
প্রতিনিধি  উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সৌদি আরবের বিনিয়োগকারীদের বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহ্ববান
জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০১৮ সালের অক্টোবর মাসে
প্রধানমন্ত্রী  সৌদি আরব সফর করেছিলেন। ফলে বাংলাদেশ-সৌদি আরব আজকে এই
পর্যায়ে আসতে পেরেছি। দুই দেশের মধ্যে সকল সম্পর্ক আরো গভির হবে। উভয়
দেশের প্রতিনিধি এই সভায় মিলিত হয়েছি। বাংলাদেশের জনগণও এই মিটিং থেকে
আরো ভালো কিছু আশা করছে। আমরা ভালো একটা দিনে মিলিত হয়েছি। যেদিন বিভিন্ন
কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় দিন ৭
মার্চ। ১৯৭১ সালের এই দিনেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) স্বাধীনতার ডাক
দিয়েছিলেন।
অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ডায়নামিক নেতৃত্বে বিশ্বব্যাপী চলমান
অর্থনৈতিক মন্দা সত্তে¡ও বাংলাদেশ গত ১০ বছরে ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি
অর্জনে সমর্থ হয়েছে। চলতি বছরে ৭ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
আমরা আগামী বছর ৮ দশমিক ২৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা
করছি। এই দেশের ভৌগোলিক অবস্থান দেশটিকে আঞ্চলিক যোগাযোগ, বিদেশি বিনিয়োগ
এবং গ্লোবাল আউট সোর্সিংয়ের একটি কেন্দ্রে পরিণত করেছে। দেশে ১০০টি বিশেষ
অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে। ‘আমাদের রয়েছে প্রতিযোগিতামূলক
বেতন-ভাতায় সহজে প্রশিক্ষণযোগ্য নিবেদিত প্রাণ জনশক্তি। ব্যবসা
প্রতিষ্ঠান স্থাপনে স্বল্প ব্যয় এবং আমাদের বৃহৎ শুল্কমুক্ত ও কোটামুক্ত
বাজারে প্রবেশ সুবিধাও আছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো
বিনিয়োগবান্ধব পরিবেশ এবং অত্যন্ত আকর্ষণীয় প্রণোদনার সুযোগ গ্রহণের
মাধ্যমে অধিক হারে মুনাফার সুযোগ রয়েছে বাংলাদেশে।
দেশের জনশক্তির বর্ণনা দিয়ে মুস্তফা কামাল বলেন, বাংলাদেশে  ১৬৩ মিলিয়ন
মানুষ। এরমধ্যে ৬৮শতাংশ কর্মক্ষম। এই কর্মক্ষম মানুষদের আমরা দক্ষ করে
গড়ে তুলতে নানা উদ্যোগ হাতে নিয়েছি। চীন, জাপান অনেক উন্নয়ন করছে।
বাংলাদেশের ভৌগলিক অবস্থান চমৎকার। বাংলাদেশকে পেছনে ফেলে এসব দেশ সামনে
যেতে পারবে না। বিদ্যুৎ, সৌরশক্তি, জ্বালানি, টেলিকমিউনিকেশন এবং
তথ্যপ্রযুক্তি, পেট্রোকেমিক্যাল, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ এবং কৃষি
প্রক্রিয়াজাতকরণের মতো খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারবে সৌদি আরব।
পূর্ববর্তী নিবন্ধপ্রকল্প বাস্তবায়নে সমন্বয় ও পর্যবেক্ষণ প্রয়োজন: কাজী খলীকুজ্জমান
পরবর্তী নিবন্ধএকদিন পর আবারও দরপতনে শেয়ারবাজার