বাংলাদেশে যেন আর সামরিক সরকার না আসে: তথ্যমন্ত্রী

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বাংলাদেশে যেন আর কোনোদিন সামরিক সরকার, অস্বাভাবিক সরকার, রাজাকারের সরকার না আসে তার জন্য গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি-মহল-ব্যাক্তিকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার ছাত্র-শ্রমিক সংহতি দিবসে রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শহীদ শাজাহান সিরাজের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত ধর্মের নামে জনগণের মধ্যে ভাগাভাগি, রক্তারক্তি, খুনাখুনি, অশান্তির যে রাজনীতি করছে তা শুধু বর্জন না, সমূলে উৎপাটন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, ঢাকা মহানগর পূর্ব জাসদের সধারণ সম্পাদক এ কে এম শাহ আলম, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি ইদ্রিস ব্যাপারী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আহসান হাবীব শামীম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরসিক নির্বাচনে প্রমাণ হয়েছে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন: হানিফ
পরবর্তী নিবন্ধবিএনপির কথার কোনো মূল্য নেই : বাণিজ্যমন্ত্রী