বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক রাখতে চায় ভারত: প্রণয় ভার্মা

নিউজ ডেস্ক :
ভারত-বাংলাদেশ সঙ্গে একটি স্থিতিশীল, ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায়। যা পারস্পরিক নির্ভরতার ওপর ভিত্তি করে তৈরি, যেখানে উভয় দেশের জনগণ প্রধান অংশীদার হিসেবে থাকবে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

বুধবার (২৩ অক্টোবর) ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) এক অনুষ্ঠানে যোগ দিয়ে তার বক্তব্যে এসব কথা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে তিনি ভারতের পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল সম্পর্কে আলোচনা করেন, যা বিশ্বব্যাপী নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা, বৈশ্বিক শাসনের সংস্কার এবং গ্লোবাল সাউথের স্বার্থকে প্রচার করার জন্য ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততার ওপর আলোকপাত করেন এই রাষ্ট্রদূত।

এসময় তিনি ভারতের অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং দ্রুত জাতীয় উন্নয়নের অনুসন্ধানের কথাও উল্লেখ করেন।

এসময় প্রণয় ভার্মা ভারতের পররাষ্ট্রনীতির ‘নেইবারহুড ফার্স্ট’, ‘অ্যাক্ট ইস্ট পলিসি’, ‘সাগর মতবাদ’ ও সেইসাথে ভারতের ইন্দো-প্যাসিফিক ভিশনের অগ্রাধিকারগুলোর ভিত্তিতে ভারত-বাংলাদেশ সম্পর্কের দীর্ঘমেয়াদি দর্শন ব্যাখ্যা করেন।

পূর্ববর্তী নিবন্ধজরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
পরবর্তী নিবন্ধকবে আসবে ‘কেজিএফ থ্রি’, জানালেন যশ