বাংলাদেশের বিপক্ষে সিরিজ স্থগিত করলো আয়ারল্যান্ড

স্পের্টস ডেস্ক : আগামী মে মাসে বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে ও চার ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ছিলো আয়ারল্যান্ডের। কিন্তু ব্যস্ত সূচির কারণে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ স্থগিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। সিরিজটি ২০২৩ সালে খেলার পরিকল্পনা করেছে আইরিশরা।

এবারের গ্রীষ্মের পুরো সূচি প্রকাশ করছে সিআই। সেখানে ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের সাথে সিরিজ খেলবে আয়ারল্যান্ড। ভারতের বিপক্ষে দু’টি টি-২০, নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে-টি-২০, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’টি টি-২০এবং আফগানিস্তানের বিপক্ষে পাঁচটি টি-২০ খেলবে আইরিশরা।

বাংলাদেশ ছাড়া জিম্বাবুয়ে সফরও স্থগিত করেছে আয়ারল্যান্ড। এ ব্যাপারে সিআইর প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেন, আমরা এই বছরের এপ্রিলে জিম্বাবুয়ে সফর এবং ঘরের মাঠে বাংলাদেশ সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। যা ২০২৩ সালে নিয়ে যাওয়া হয়েছে। এসব পরিবর্তনের পরও আমরা এবছর বিশ্বের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি দলকে আতিথেয়তা দিচ্ছি। যা আমাদের জন্য রেকর্ড।

পূর্ববর্তী নিবন্ধভারতের স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল গোল্ড কাপে আমন্ত্রণ পেলো মোহামেডান
পরবর্তী নিবন্ধবাগেরহাটে স্বামী-ছেলেকে বেঁধে গৃহবধূকে ধর্ষণ, লুটপাট