বাংলাদেশের বস্তিবাসীদের পাশে অজি অধিনায়ক

পপুলার২৪নিউজ ডেস্ক:
আলো ঝলমলে শহরের মাঝেই আরেকটি বিপরীত চিত্র আছে তা কাছ থেকে না দেখলে জানা সম্ভব হয়না। বাংলদেশের সবচেয়ে বড় শহরে বস্তির ঘুপচি ঘরে মানবেতর জীবনযাপন করছে লক্ষ লক্ষ নিম্নবিত্ত মানুষ। এই মানুষগুলোই শ্রম দিয়ে গড়ে তুলেছে শহর, যেখানে বসবাস করেন বিত্তশালীরা। আলোর নিচে এই অন্ধকার সম্পর্কে জানতেই গতকাল শুক্রবার রাজধানীর সাততলা বস্তিতে ছুটে গেলেন ৬ অজি ক্রিকেটার।

২৭ আগস্ট থেকে শুরু হতে চলা প্রথম টেস্ট সামনে রেখে গতকাল শুক্রবার কোনো অনুশীলন ছিল না সফররত অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। স্রেফ বিশ্রামেই ছিলেন তারা। তবে বিশ্রামের ফাঁকে বেসরকারি সাহায্য সংস্থা অক্সফামের আহ্বানে নগরীর সাততলা বস্তিতে যান স্মিথরা। বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করা সাহায্য সংস্থা অক্সফাম এই আয়োজন করেছিল।

খোদ বাংলাদেশের রাজধানীতেই অসংখ্য বস্তিবাসী বিশুদ্ধ পানি আর স্বাস্থসম্মত স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত। তাদের মধ্য থেকে কয়েকটি পরিবারের গল্প শুনলেন স্মিথ-ওয়ার্নার-উসমান খাজারা। তবে স্মিথদের দলটি সবচেয়ে অবাক হলেন এটা শুনে যে, এত অভাব আর কঠিন জীবনযাপনে লড়াই করে চলা মানুষগুলো ক্রিকেটের খবর রাখেন।

ক্রিকেট তাদের মনেও আনন্দের দোলা দিয়ে যায়। এমন মুগ্ধতা নিয়েই শেষ হয় স্মিথদের বাংলাদেশের বস্তি ভ্রমণ।
বস্তিবাসী একজন নারীর সঙ্গে ছবি তুলে তা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে অজি ক্যাপ্টেন লিখেছেন, অক্সফামের অফিস ভ্রমণ করে নিজেকে ভাগ্যবান মনে করছি। তাদের কারণেই বাংলাদেশের কিছু অবিশ্বাস্য ছবি আমি দেখতে পেরেছি। বিশেষ করে কম বয়সী গৃহকর্মীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তাদের জীবনের গল্প। অক্সফাম সেখানে তাদের উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধযতদিন প্রয়োজন বন্যার্তদের সহায়তা দেওয়া হবে :খন্দকার মোশাররফ হোসেন
পরবর্তী নিবন্ধস্বাধীনতা চেয়ে ভারতের পতাকা পোড়াল নাগা তরুণী, ভিডিও ভাইরাল