আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ‘গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড’ পেয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক মো. নূর খান।
বুধবার (১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওয়েবসাইটে নূর খানসহ বিশ্বের বিভিন্ন দেশের ১০ জন মানবাধিকারকর্মী নাম প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গত তিন দশক ধরে বাংলাদেশের সুপরিচিত দুইটি মানবাধিকার সংস্থার নেতৃত্ব দিয়েছেন নূর খান। একই সঙ্গে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করা ও জবাবদিহির সংস্কৃতি তৈরি করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করেছেন তিনি।
আরও বলা হয়, তার সময়োপযোগী হস্তক্ষেপ, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের পক্ষে কথা বলা ও দেশের সক্রিয় নাগরিক সমাজে নেতৃত্ব মানুষের জীবন বাঁচাতে ভূমিকা রাখা এবং নির্দোষদের রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ থেকে মুক্তি দিতে ভূমিকা রেখেছেন।