বাংলাদেশের জনগণকে পোপের শুভেচ্ছা

পপুলার২৪নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন পোপ ফ্রান্সিস।

সফরে আসার আগে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

মঙ্গলবার ভ্যাটিকান রেডিওর ওয়েবসাইটে এক ভিডিওবার্তায় বাংলাদেশে খ্রিস্টধর্মের অনুসারীদের আশীর্বাদ জানিয়েছেন তিনি।

বাংলাদেশে আসার আগে আগামী ২৭ থেকে ৩০ নভেম্বর তিনি মিয়ানমার সফর করবেন। ৩০ নভেম্বর বাংলাদেশ সফরে এসে ২ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন।

বাংলাদেশ সফরে পোপ ফ্রান্সিস রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ ছাড়া বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি উপাসনা অনুষ্ঠানে তিনি পৌরহিত্য করবেন। ওই অনুষ্ঠানে ১৬ জন ডিকনকে ধর্মযাজক পদে অভিষিক্ত করা হবে।

বাংলাদেশের কার্ডিনাল, আর্চবিশপ ও বিশপদের সাক্ষাৎ দেবেন পোপ ফ্রান্সিস। এ ছাড়া একটি নাগরিক সমাবেশে অংশগ্রহণ করবেন তিনি।

বিভিন্ন ধর্ম সম্প্রদায়, চার্চ, সরকারি-বেসরকারি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও সূচি রয়েছে তার।

এর আগে ১৯৭০ সালের ২৬ নভেম্বর ভয়াবহ জলোচ্ছ্বাসের পর ঢাকার বিমানবন্দরে এক ঘণ্টার জন্য নেমেছিলেন পোপ ষষ্ঠ পল। সেটিই ছিল বাংলাদেশে কোনো পোপের প্রথম পদার্পণ।

এরপর ১৯৮৬ সালে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে এসেছিলেন পোপ দ্বিতীয় জন পল। তিন দশক পর আগামী ৩০ নভেম্বর তৃতীয়বারের মতো কোনো পোপ বাংলাদেশে আসছেন।

পূর্ববর্তী নিবন্ধইসরাইলকে মোকাবেলায় সেনাদের প্রস্তুতির নির্দেশ লেবানিজ সেনা প্রধানের
পরবর্তী নিবন্ধবরিশালে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা