বাংলাদেশেই করোনার ভ্যাকসিন উৎপাদন করা হবে: ডিজি

জেলা প্রতিনিধি:

বিশ্বের যে সমস্ত দেশ করোনার ভ্যাকসিন তৈরি করেছে। তাদের কাছ থেকে টেকনোলজি ট্রান্সফার করে বাংলাদেশে এনে করোনার ভ্যাকসিন উৎপাদন করা হবে।

 

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহের এফএনএফ নামে একটি ফার্মাসিউটিক্যালস পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের দেশের বেশ কয়েকটি বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানির করোনা ভ্যাকসিন তৈরির সক্ষমতা আছে। টেকনোলজি ট্রান্সফার করা হলেই দেশে উৎপাদনের কাজ শুরু হবে।

পরিদর্শনকালে ঔষধ প্রশাসনের উপ-পরিচালক সালাহউদ্দিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন হাইজিন বিভাগের প্রফেসর ড. বাহানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আরও ২৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩১৮
পরবর্তী নিবন্ধ৫৫ পৌরসভায় বিএনপির মনোনয়ন পেলেন যারা