বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দাকে হেনস্তা হতে দেওয়া হবে না বলে জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়ডার পরিচারিকা নিগ্রহ নিয়ে অভিযোগ জানাতে গেলে আজ শনিবার সাংসদ অধীর চৌধুরীকে এই আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
গত সপ্তাহে নয়ডার একটি আবাসনে এক পরিচারিকা ও তাঁর পরিবারের সঙ্গে ওই আবাসনের বাসিন্দাদের সংঘর্ষ হয়। অভিযোগ, কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মার ইন্ধনে ওই পরিচারিকা ও তাঁদের পড়শিদের বাংলাদেশি বলে তাড়াতে উদ্যোগী হয়েছে উত্তর প্রদেশ সরকার। বিজেপির ওই মন্ত্রীর বিরুদ্ধে তদন্তকে প্রভাবিত করার অভিযোগও উঠেছে। এ নিয়ে অভিযোগ জানাতে কোচবিহারের তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়ের সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা। কথা বলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গেও। তার পরেই মোদিকে বিষয়টি জানাতে উদ্যোগী হন অধীর।
সূত্র : আনন্দবাজার