বাংলাদেশকে ৩১২ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

মঙ্গলবার শ্রীলঙ্কার রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা।
বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্বকভাবেই খেলতে থাকে শ্রীলঙ্কা। এই প্রতিবেদক লেখা পর্যন্ত ৬ উইকেটে ২৮০ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।
এর আগে, এই সিরিজের প্রথম ম্যাচে ৯০ রানে জিতেছে বাংলাদেশ দল। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারীরা। দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ জয়ের আনন্দে ভাসবে টাইগারবাহিনী।
বাংলাদেশের ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল-হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড : ধানুস্কা গুনাথিলাকা, আসেলা গুনারতেœ, দিনেশ চান্দিমাল, উপল থারাঙ্গা, কুশাল মেন্ডিস, মিলিন্দা সিরিওয়ার্দানে, সচিথ পাথিরানা, থিসেরা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লক্ষণ সান্দাকান, লাহিরু কুমারা।

পূর্ববর্তী নিবন্ধশাহজালালে ১০ এপ্রিল পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধশ্রীলংকার বিপক্ষে তাসকিনের হ্যাটট্রিক