বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন অব্যাহত থাকবে

পপুলার২৪নিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা ধরনের অভিযোগ থাকলেও জনস্বার্থে বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইইউর ব্রাসেলস দফতর থেকে মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।

এতে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে বাংলাদেশে জাতীয় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বাংলাদেশের নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ফল প্রকাশের জন্য যোগাযোগ অব্যাহত রেখেছে।

নির্বাচনে ভোটারদের সমাবেশ এবং ১০ বছরে প্রথমবারের মতো বিরোধী দলের নির্বাচনে অংশগ্রহণ গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।

তবে যাই হোক না কেন, নির্বাচনের দিন সহিংসতার জন্য ক্ষয়ক্ষতি হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড, নির্বাচনী প্রচারণা ও ভোটদান প্রক্রিয়ায় বাধাদানও হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন এসব অনিয়মের অভিযোগগুলোর যথাযথ তদন্ত ও যাচাইয়ের মাধ্যমে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের আশা হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ এগিয়ে যাবে। জনগণের স্বার্থে আমরা এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাব।

পূর্ববর্তী নিবন্ধ‘১৯ এ ২০’: নতুন মাইলফলক অর্জনের টার্গেট ওয়ালটনের
পরবর্তী নিবন্ধএরশাদের অনুপস্থিতিতে জাপার চেয়ারম্যান জি এম কাদের