বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর শারীরিক অবস্থার উন্নতি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি স্বাভাবিক চলাফেরা করতে পারছেন। বুধবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার এ তথ্য জানান।

সৈকত চন্দ্র হালদার বলেন, মন্ত্রী দ্রুত সম্পূর্ণ সুস্থ হবেন বলে হাসপাতালের চিকিৎসকগণ আশাবাদ ব্যক্ত করেছেন। মন্ত্রীর দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য তার পরিবার এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গত রোববার থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৬ জানুয়ারি ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর নেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধভারত এবার বাংলাদেশকে পেঁয়াজ কেনার অনুরোধ করছে
পরবর্তী নিবন্ধসোনালী ইনটেলেক্টের নব নিযুক্ত চেয়ারম্যান আতাউর রহমান প্রধান