বলিউডের তারকা সন্তানদের অনেকেই অভিনয়ে নাম লিখিয়ে প্রতিষ্ঠা পেয়েছেন। বর্তমান সময়ের অনেক বলিউড তারকাই আছেন বাবা-মা বা পরিবারের হাত ধরে এই জগতে পা দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে অভিনেতা বরণ ধাওয়ানের ভাতিজি অঞ্জনি ধাওয়ানের। করণ জোহরের হাত ধরেই তিনি সিনেমায় অভিনয় করবেন। এরইমধ্যে নাকি অঞ্জনি গ্রুমিংও শুরু করেছেন।
সংবাদমাধ্যমকে অঞ্জনি বলেছেন, বলিউডের সিনেমায় কাজের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরইমধ্য কথক ও ওয়েস্টার্ন নাচের প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন।
জানা গেছে, ধর্মা প্রোডাকশনের সিনেমা দিয়েই বলিউডে অভিষেক হবে অঞ্জনির। চার-পাঁচটি সিনেমার চিত্রনাট্যও পড়া হয়েছে তার। আগামী বছরই তাকে নিয়ে কাজ শুরু করতে চান করণ।
উল্লেখ্য, ২০১২ সালে করণের হাত ধরেই বলিউডে অভিষেক হয় নির্মাতা ডেবিট ধাওয়ানের ছেলে বরুণ ধাওয়ানের। এবার করণের হাত ধরেই আসছেন বরুণের ভাতিজি। যিনি এরই মধ্যে ইনস্টাগ্রামে বেশ পরিচিত। প্রায় দুই লাখ ফলোয়ার রয়েছে তার।