বর্ষা মৌসুমে  পানিতে তলিয়ে যায় চট্টগ্রাম শহর

মুজিব উল্ল্যাহ্ তুষার :
“চট্টগ্রাম হবে সিংগাপুর,পানির নিচে মুরাদপুর; কে বলেছে চকবাজার? এটা মোদের
কক্সবাজার। বাসার নিচে সৈকতের পানি, ভয় নেই মোরা সাঁতার জানি” এমন কথাগুলু এখন
প্রায় সবার মুখে মুখে। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন দিনরাত কষ্ট করে যাচ্ছে
চট্টগ্রাম এর উন্নয়নে, বন্দরনগরী চট্টগ্রামকে ডিজিটালাইজ করতে বহু প্রদক্ষেপ
নিচ্ছে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বাণিজ্যিক
রাজধানী চট্টগ্রামকে নানাভাবে সৌন্দর্যমন্ডিত করতে তথা নিজস্ব প্রাকৃতিক
সৌন্দর্যকে টিকিয়ে রাখতে এমপি মন্ত্রিরা করে যাচ্ছে নিরলস পরিশ্রম আর সাধনা।
কারণ এই পর্যটন নগরীকে নিয়ে অনেকের অনেক স্বপ্ন বহুকাল হতে। কতজনে কত নামে
ডাকে এই রুপসী চট্টলাকে। আহ! সবই বুজি অলিক কল্পনা। উন্নয়নের ধারাবাহিকতায়
চট্টগ্রামের যে অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়া তাকে বর্ষা আসলেই অথই জলে ভাসিয়ে নিয়ে
যায় প্রতিবছর। বর্ষার মৌসুমে  জোয়ার যখন হয় খাল-বিলে, নদী-নালায়, তখন পুকুর
,ডোবা, যেমন পানিতে ভরে যায় তেমনি গ্রাম-শহর নগর-বন্দর এর প্রায় সকল
রাস্তা-ঘাট, কালবার্ট ব্রীজ এমন কি নিচু জায়গার ঘরবাড়িসহ পুরা চট্টগ্রাম
পানিতে ভাসতে থাকে, জনজীবন হয় দূর্বিষহ। সরকারী-বেসরকারী চাকুরীজীবিরা অফিসে,
ছাত্র-ছাত্রীরা স্কুল কলেজে, এমন কি সকল শ্রেণীর মানুষ আপন আপন কর্মস্থলে যেতে
নানা প্রকার ভোগান্তিতে পড়ে প্রত্যহ। প্রতিদিন হয় দূর্ঘটনা। রিক্সা উল্টে যায়
রাস্তায় যাত্রীসহ। প্রত্যেকদিন অহরহ হতাহতের সংবাদ খবরের কাগজে প্রকাশিত হয়।
এত উন্নয়ন হওয়ার পরও যদি বর্ষার বৃষ্টির পানিতে তলিয়ে যায় চট্টগ্রাম, তো মানুষ
বসবাস করবে কিভাবে? সরকারী-বেসরকারী অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রায়
অনেক জায়গায় পানির নিচে ডুবে যায়। রাস্তায় আর ফ্লাইওভারে বাঁধে যানজট আর জলজট;
এমন পরিস্থিতিতে প্রতিবছর বর্ষা আসলেই জনজীবন হয়ে যায় দূর্বিষহ। চট্টলাবাসী ও
সাধারণ জনগণ এই কঠিন প্লাবনময় পরিস্থিতি হতে আত্মরক্ষা করতে অনেক সময় নৌকা
নিয়ে বের হয় রাস্তায়,ক্ষুন্ন হয় সরকারের অক্লান্ত পরিশ্রমের ফসল উন্নয়নের মান।
তাই চট্টগ্রামকে নিয়ে যারা ভাবেন, কল্পনা করেন, ভালবাসেন, তাদের বলছি যে কোন
কিছুর বিনিময়ে যে কোন উপায়ে চট্টগ্রামকে এই দূর্যোগময় পরিস্থিতি হতে বাঁচান।
রক্ষা করুন নিজেদের সোনালী ভবিষ্যৎকে। আত্মসম্মানকে পানিতে ভাসিয়ে যেতে দিবেন
না। নিজেদের এত মান মর্যাদাকে বিশ্বের মাঝে উঁচু করে তুলে ধরতে চট্টগ্রামকে
বর্ষার বৃষ্টি ও জোয়ারের পানি হতে বাঁচান। সকল শেণীর জনগণ এক হোন, সরকারের
কাছে তুলে ধরুন নিজেদের সমস্যা। বলুন আর সমাধানে প্রদক্ষেপ নিন, নিতে হবে ওহে
চট্টলার মোড়লেরা, নেতা – নেতৃবৃন্দরা, সবাইকে মনের ভাষা জানাচ্ছি যারা
চট্টগ্রামের লোক হয়েও চট্টগ্রামে বসবাস করেন না। আপনারা যেখানেই থাকুন না কেন;
চট্টগ্রামকে নিয়ে ভাবুন, আওয়াজ তুলুন। চট্টগ্রামকে জলাবদ্ধতার কবল হতে রক্ষা
করতেই হবে। রক্ষা করতে এগিয়ে আসুন।

পূর্ববর্তী নিবন্ধএটিএম আজহারের আপিলের রায় যেকোনো দিন
পরবর্তী নিবন্ধবন্ধ হোক খুন, ধর্ষণ, মাদকের আগ্রাসন”এ শ্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত