বরুশিয়া-লিলে ড্র, জিতলো অ্যাস্টন ভিলা

স্পোর্টস ডেস্ক:

সিগন্যাল ইদুনা পার্কে প্রায় ৮২ হাজার দর্শক উপস্থিত হয়েছিলো বরুশিয়া ডর্টমুন্ডের জয় দেখার জন্য। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে জিততে পারেনি জার্মান ক্লাবটি। ১-১ গোলে ড্র করেছে।

ঘরের মাঠে বিপুল সমর্থকের উপস্থিতিতে গ্যালারি পুরো হলুদ হয়ে উঠেছিলো। সবার মুহুর্মুহু করতালিতে ২২ মিনিটেই এগিয়ে যায় বরুশিয়া ডর্টমুন্ড। করিম আদেয়েমির গোল করে এগিয়ে দেন গত বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্টদের। এরপর আরও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো বরুশিয়া; কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েও তারা কাজে লাগাতে পারেনি।

তবে সিগন্যাল ইদুনা পার্ককে ৬৮তম মিনিটে স্তব্ধ করে দেন হাকন আরনার আরাল্ডসন। এরপর বাকি সময়ে আর কেউ গোল করতে পারেনি। যার ফলে ১-১ সমতা নিয়েই ফিরতে হয় দু’দলকে।

ম্যাচ শেষে করিম আদেয়েমি বলেন, ‘খুবই কঠিন ম্যাচ খেলেছি আজ আমরা। আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে নিজেদের মেলে ধরতে পারিনি। এখন আমাদের যা করার তাদের (লিলে) স্টেডিয়ামে গিয়ে করতে হবে। আমরা চাইবো প্রথমে গোল হজম না করার জন্য। এরপর যতটা পারা যায় গোল দিতে।’

ফিরতি পর্ব অনুষ্ঠিত হবে, ১২ মার্চ, ফ্রান্সে লিলের মাঠে।

চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে মঙ্গলবার রাতে বেলজিয়াম ক্লাব ব্রুগের মাঠে গিয়ে ৩-১ গোলে জয় নিয়ে ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব অ্যাস্টন ভিলা।

ম্যাচের একেবারে শুরুতে, তৃতীয় মিনিটেই অ্যাস্টন ভিলাকে এগিয়ে দিয়েছিলেন লিয়ন বেইলি। ১২ মিনিটে সেই গোল শোধ করে দেন ম্যাক্সিম ডে কুইপার।

দ্বিতীয়ার্ধে, ম্যাচের একেবারে শেষের দিকে (৮২তম মিনিটে) ব্রেন্ডন মেকেলের আত্মঘাতি গোলে পিছিয়ে যায় ক্লাব ব্রুগ। ৮৮তম মিনিটে পেনাল্টি পায় অ্যাস্টন ভিলা। স্পট কিক নেন মার্কো আসেনসিও। তার নেয়া পেনাল্টি শটে জিতে যায় ভিলা।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় কিশোর গ্যাং গ্রুপের সদস্য কানা রাব্বি গ্রেফতার
পরবর্তী নিবন্ধফাইনালে ভারতের সঙ্গী কে, নিউজিল্যান্ড না দক্ষিণ আফ্রিকা?