বরিশাল হাসপাতালে কয়েদির মৃত্যু

বরিশাল প্রতিনিধি : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভ্রাম্যমাণ আদালতের এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল হালিম (৪৬) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে ।

বুধবার (১৬ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুল হালিম বরগুনা সদর উপজেলার ইউনিয়ন ঢলুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল করিমের ছেলে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

কারা সূত্র জানায়, ২০২১ সালের ডিসেম্বরে পটুয়াখালীর বাউফল উপজেলার এক নদী থেকে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আব্দুল হালিমসহ চার ব্যক্তিকে আটক করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এরপর সাজাভোগের জন্য তাদের পটুয়াখালী কারাগারে রাখা হয়।

হৃদরোগে অসুস্থ হয়ে পড়লে রোববার (১৩ মার্চ) আব্দুল হালিমকে পটুয়াখালী কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক।

পূর্ববর্তী নিবন্ধসিরাজগঞ্জ মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট
পরবর্তী নিবন্ধরাজধানীর মেরুল বাড্ডায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট