নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংক পিএলসির বরিশাল ও ফরিদপুর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেনারেল ম্যানেজার’স (জিএম) অফিস বরিশাল ও জিএম অফিস ফরিদপুরের আওতাধীন প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখা প্রধান এবং প্রিন্সিপাল অফিসসমূহের আওতাধীন সকল শাখা ম্যানেজার অংশগ্রহণ করেন।
শনিবার (২২ মার্চ) বরিশাল শহরের একটি ক্লাবে জিএম অফিস বরিশাল ও ফরিদপুর আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।
জিএম অফিস বরিশালের জিএম গোপাল চন্দ্র গোলদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদ ও জিএম অফিস ফরিদপুরের জিএম জাহিদুল ইসলাম মোল্যা।