বরিশালে ট্রলারডুবি: নিখোঁজ ২ শিশুর লাশ ও একজন জীবিত উদ্ধার

বরিশাল ব্যুরো : বরিশালের বাকেরগঞ্জে কারখানা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুর্ঘটনাস্থলের অদূরে তাদের লাশ পাওয়া যায়। নিখোঁজ অপর এক কিশোরকে জীবিত পাওয়া গেছে। ফলে গত রোববার ট্রলারডুবির ঘটনায় আর কেউ নিখোঁজ নেই বলে দাবি করেছে উদ্ধারকারী দল।

রোববার সকাল ১১টায় বাকেরগঞ্জের কারখানা নদীর পশ্চিম ফরিদপুর খেয়াঘাটে ট্রলারডুবির ঘটনায় তিন শিশু নিখোঁজ ছিল। দুর্ঘটনার সময় ট্রলারটিতে অন্তত ২০ যাত্রী ছিল। মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থলের অদূরে পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া এলাকার মো. হারুনের মেয়ে হাফসার (৩) মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে রাতে পশ্চিম ফরিদপুর গ্রামের ফিরোজ খানের মেয়ে নিলার (১২) লাশ পাওয়া যায়।

বাকেরগঞ্জ থানার ওসি মাসুদুজ্জামান দুটি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ইমরান (১৫) নামের এক কিশোর নিখোঁজ ছিল। দুর্ঘটনার পর পানির স্রোতে সে অনেক দূরে ভেসে গিয়েছিল। সোমবার বিকেলে তার সন্ধান পাওয়া যায়। ফলে কারখানা নদীতে দুর্ঘটনায় আর কোনো নিখোঁজ নেই।

পূর্ববর্তী নিবন্ধরাজনৈতিক বিবেচনায় প্রশাসনে পদোন্নতি দেওয়া হচ্ছে না: অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধমোশাররফের গাড়িবহরে শ্যামলী বাসের ধাক্কা, ছাত্রদল নেতা নিহত