বরিশালে ইয়াবা ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড

পপুলার২৪নিউজ ডেস্ক :
বরিশাল নগরীর কালিজিরা ব্রিজ এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী এমাদুল হক মাঝিকে ১০ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের দন্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। এমাদুল পিরোজপুরের ভান্ডারিয়ার লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুস সামাদ মাঝির ছেলে।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০১৬ সালের ৩০ জুলাই র‌্যাবের একটি দল নগরীর কালিজিরা ব্রিজ সংলগ্ন সড়কের উপর থেকে এমাদুলকে ১ হাজার ১১৭ পিস ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ৩০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই রেজাউল ইসলাম একমাত্র এমাদুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। ১০ জনের সাক্ষ্য শেষে আদালতের বিচারক গতকাল এই রায় দেন।

পূর্ববর্তী নিবন্ধঅনুশীলনে সাকিব, শিগগিরই ফিরছেন রুবেল
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার গাছের চারা বিতরন