বরিশালের হিজলায় লঞ্চের ধাক্কায় ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

2বরিশালের হিজলার দুর্গাপুর ঘাটে লঞ্চের ধাক্কায় আহত এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে আবুল হোসেন (৬০) নামের ওই ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় শেবাচিম হাসপাতালে মারা যান।

আবুল হোসেন উপজেলার কাউরিয়ার পূর্ব কোড়ালিয়া এলাকার হাফেজ হাওলাদারের ছেলে। তিনি রাজধানীতে হোটেল ব্যবসা করতেন। শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম মৃতের স্বজনদের বরাত দিয়ে জানান, ঢাকা যাওয়ার উদ্দেশে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় হিজলা থানার ঘাট বা দুর্গাপুর লঞ্চঘাটে যান। এমভি রাজহংস-৮ লঞ্চে আগে উঠতে গিয়ে লঞ্চের ধাক্কায় গুরুতর আহত হন। মুমুর্ষু অবস্থায় বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে আসার কয়েক ঘন্টা পড়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হিজলা থানার অফিসার ইনচার্জ আ. জা. মো. মাসুদুজ্জামান বলেন, রাতে তারা খবর পেয়েছেন লঞ্চে তড়িঘড়ি করে উঠতে গিয়ে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে বরিশালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী ব্যাবস্থা নেবেন বলে জানান ওসি।

 

পূর্ববর্তী নিবন্ধসাভারে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
পরবর্তী নিবন্ধবাংলাদেশের ৬.৮% প্রবৃদ্ধির আশা দেখছে বিশ্ব ব্যাংক