বরবাদের ‘আনকাট সেন্সর’ চেয়ে রাজপথে শাকিব ভক্তরা

বিনোদন ডেস্ক:
বেশ আগে থেকেই চলছিল প্রচার, ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এরই মধ্যে অবমুক্ত হয়েছে ছবির পোস্টার, টিজার ও গান। সেগুলোই জমিয়ে রেখেছে ঈদের সিনেমার বাজার। দর্শক যখন প্রস্তুতি নিতে শুরু করেছেন, তখনই জানা গেল, মুক্তির সনদ পাচ্ছে না ছবিটি।

সিনেমাটি দেখে আপত্তি জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ছাড়পত্র দিতে ছবির গুরুত্বপূর্ণ ১০ মিনিট ছাঁটার শর্ত দিয়েছে তারা। এতে প্রতিবাদ জানিয়েছেন নির্মাতারা, ফুঁসে উঠেছেন শাকিব ভক্তরা। ‘বরবাদ’কে আনকাট মুক্তি দিতে প্ল্যাকার্ড হাতে তারা নেমেছেন পথে।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে আজ (২৫ মার্চ) মঙ্গলবার মানববন্ধন করছেন শাকিবভক্তরা। ক্ষোভ প্রকাশ করে দ্রুত ছবিটির মুক্তি দাবি জানান। ঈদে মুক্তি দেবেন বলে ছবির প্রযোজক ও পরিচালকও সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। এখন ছবি আটকে রাখা মানে প্রযোজক-পরিচালকের ক্ষতি।

ফেসবুকে চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন গ্রুপে ভেসে বেড়াচ্ছে শাকিবভক্তদের মানববন্ধনের ছবি। সেখানে দেখা গেছে, সার্টিফিকেশন বোর্ডের সামনে ব্যানার হাতে দাঁড়িয়ে শাকিবভক্তরা। ব্যানারে লেখা, ‘‘এক দফা এক দাবি, ‘বরবাদ’-এর আনকাট সেন্সর দিতে হবে।’

এদিকে গতকাল সোমবার ‘বরবাদ’-এর ছাড়পত্রের বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দিন গণমাধ্যমকে জানান, ‘প্রদর্শনী শেষে কিছু সংশোধনী দিয়েছে বোর্ড। ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে। দেওয়া হয়েছে কিছু অবজারভেশন। সেগুলো ঠিক করলে ফের দেখা হবে ছবিটি।’

বিষয়টি নিয়ে সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য নির্মাতা কাজী হায়াৎ বলেছিলেন, ‘ছবিটি দেখা হলো। কিছু কাটিং আছে। তাদের সময় দেওয়া হয়েছে। সংশোধন করে জমা দিলে আবার সেন্সরে কাটিংটা দেখে সার্টিফিকেট প্রদান করবে।’ কোথায় সংশোধনী দেওয়া হয়েছে জানতে চাইলে এই জ্যেষ্ঠ নির্মাতা বলেন, ‘ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে। সেসব সংশোধন করতে বলা হয়েছে।’

এসব জানার পর আরও ক্ষেপেছেন শাকিবভক্তরা। তারা ভায়োলেন্সের দৃশ্যগুলো কর্তন না করার পক্ষে নানা রকম যুক্তি ও দৃষ্টান্ত হাজির করেছেন। কর্তনের বিপক্ষে গায়ক ইমরান মাহমুদুলও। তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, ‘বলিউডের ব্লাকবাস্টার “অ্যানিমেল” সিনেমাটা আমি দেশের বাইরে দেখেছিলাম। এরপর যখন সিনেমাটা আমাদের দেশে মুক্তি পেয়েছিল, আমি আবারও দেখতে গিয়েছিলাম। কিন্তু অনেক খানি সিন কেটে দেওয়ায় দ্বিতীয়বার দেখার পর এনজয় করতে পারিনি। “বরবাদ” সিনেমার সাথে এমনটা না হোক। সুপারস্টার শাকিবের সিনেমা আনকাট উপভোগ করতে চাই। একটি সিনেমার ১০ মিনিট না থাকলে হয়তো সিনেমার আসল মজাটাই নষ্ট হয়ে যাবে।’

নির্মাতা আদনান আল রাজিব লিখেছেন, ‘যদি এডিট থেকে গুরুত্বপূর্ণ শট কেটে ইউ/এ সার্টিফিকেট পেতে বাধ্য করে, তাহলে এটা কেমন “সার্টিফিকেশন বোর্ড”? মনে হচ্ছে আমরা সেন্সরশিপের সেই পুরনো যুগেই আছি।’

পূর্ববর্তী নিবন্ধআসিফ আকবরের জন্মদিন আজ
পরবর্তী নিবন্ধইসরাইলি বিমানবন্দর ও মার্কিন রণতরীতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা