বরগুনার সরিষামুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিপনকে কুপিয়ে জখম

বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইমাম হাসান শিপনকে কুপিয়ে জখমের প্রতিবাদে জেলায় বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।

শনিবার সকাল ১০টা থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশও অনুষ্ঠিত হয়েছে।

আহত শিপন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সগীর হোসেন জানান, আসামিদের গ্রেফতার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

শুক্রবার বিকেল চারটার দিকে সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে একটি বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে ফেরার পথে শিপনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ফারুক মিয়া নামে এক জনকে আটক করেছে পুলিশ।

শিপনের স্বজনদের দাবি, সাবেক ইউপি চেয়ারম্যান ইউসুফ ও তার ছেলেরা পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটিয়েছে।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করলো বিএসএফ
পরবর্তী নিবন্ধপদ্মা সেতুর ৫ হাজার ৭০০ মিটার দৃশ্যমান