পপুলার২৪নিউজ প্রতিবেদক: দিনাজপুরে বন্যায় ১৫ জনের মৃত্যু ঢাকাসহ সারা দেশের রেল ও সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এই অবস্থা বিরাজ করছে। এদিকে বন্যার পানিতে দিনাজপুর শিক্ষাবোর্ড অফিসে পানি ঢুকে আগামী জেএসসি পরীক্ষার খাতা ভিজে গেছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোখলেসার রহমান ও দিনাজপুর স্টেশন মাস্টার মঞ্জু জানান, বন্যার পানিতে দিনাজপুরের বিভিন্ন স্থানে রেললাইন ডুবে গেছে। এজন্য দিনাজপুরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ গতকাল থেকে বন্ধ রয়েছে। অপরদিকে সড়ক পথেও বন্যার কারণে দিনাজপুরের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ আছে বলে জানিয়েছেন জেলার মটোর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাব্বি। দিনাজপুরে বন্যায় চার উপজেলায় ৮ শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে একজন। জেলায় ৬৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যেখানে ৯০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানিয়েছেন, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে সেনাবাহিনী বিজিবি সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছে।