নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সমন্বিত আবেদনের পরিপ্রেক্ষিতে সংস্থাটির মানবিকবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস এ সহায়তার ঘোষণা দেন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) জাতিসংঘের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এ বিষয়ে মার্টিন গ্রিফিথস তার টুইটার অ্যাকাউন্টে বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫ মিলিয়ন বা ৫০ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। ওই বন্যা ৭২ লাখেরও বেশি মানুষের ঘর-বাড়ি ও ফসলি জমি ভাসিয়ে নিয়েছে। এ সহায়তা তাদের দুর্ভোগ লাঘব করবে বলে আমরা আশা করছি।