বন্যার্তদের উদ্ধারে কাজ করছে র‍্যাবের হেলিকপ্টার

নিউজ ডেস্ক :

ফেনীতে বন্যাদুর্গত মানুষদের উদ্ধারে কাজ করছে র‍্যাবের হেলিকপ্টার।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভারী বৃষ্টি ও ভারতের থেকে নেমে আসা পাহাড়ি পানির স্রোতে পরশুরাম-ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। মুহুরি, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি ভাঙন অংশে পানি প্রবেশ করে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। লোকালয়ে পানি ঢুকে তিন উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবন্যার্তদের নিয়ে বার্তা দিলেন মাশরাফি
পরবর্তী নিবন্ধদুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল গঠন