বিনোদন ডেস্ক:
ক’দিন পরেই খুশির ইদ। বর্তমান রমজান পালনে ব্যস্ত গোটা বিশ্বের মুসলিম। তাদেরই একজন কলকাতার অভিনেতা রিজওয়ান রাব্বানি শেখ। এখনও ইদের পরিকল্পনা করে উঠতে পারেননি। কয়েকটি ছবির শুটিং ও ডাবিং নিয়ে ব্যস্ত এই অভিনেতা। তবে ব্যস্ততার প্রভাব পড়ছে না রোজা পালনে। নিয়ম করে রাত জাগছেন, সাহরি করেছেন, নামাজ পড়ছেন। সময়মতো ইফতার করছেন।
সারা বছর কড়া ডায়েটের মধ্যে থাকেন রিজওয়ান। রমজানের সময়ও ডায়েটের কথা মাথায় রাখছেন তিনি। নিজে হাতেই বানিয়ে নিচ্ছেন ওট্স দিয়ে তৈরি নানা রকমের খাবার। তবে ইফতারের সময় প্রতি দিনই থাকছে সুস্বাদু ডেজার্ট। সব মিলিয়ে কেমন কাটছে রমজান মাস, ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করলেন অভিনেতা।
রিজওয়ানের কথায়, “রমজান প্রায় শেষ হতে চলেছে। রোজার আর কয়েকটা দিনই বাকি। গত বছর ধারাবাহিকের শুটিং চলাকালীনও রোজা রাখতাম। তখন নামাজ পড়ার সময়টা এ দিক-ও দিক হত। তবে এবার ধারাবাহিকের শুটিং নেই। তাই হাতে সময় আছে। ঠিক সময়ে নামাজ পড়ছি। কিছু ধর্মীয় বই পড়ছি রোজ। প্রতি রাত জাগছি। সাহরি করে ভোর পাঁচটায় ঘুমাতে যাচ্ছি।”
বাড়ির ছাদেই নিজের মতো করে একটা বাগান তৈরি করেছেন রিজওয়ান। নিজের পছন্দের বেশ কিছু গাছ লাগিয়েছেন সেখানে। সেই বাগানের ফল দিয়ে প্রতিদিন অভিনেতার মা তৈরি করছেন নানা রকমের ‘ডেজ়ার্ট’।
রিজওয়ান বলেছেন, “ইফতারে ফলাহার তো হয় বটেই। তার সঙ্গে বাগানের গাছের ফল দিয়েও খাবার তৈরি হচ্ছে। যেমন আমাদের বাগানে স্ট্রবেরি গাছ রয়েছে। মা স্ট্রবেরির রাবড়ি বানিয়েছিল একদিন।”
এছাড়া প্রায়ই রমজানের খাবারের তালিকায় থাকে শাহি টুকরা, ছাতুর পরোটা। ইফতারে মিষ্টির সঙ্গে নানা রকমের মুখরোচক পদের আয়োজনও থাকছে। বিট, গাজর, ছোলা, ভুট্টা দিয়ে তৈরি একটি চাট অভিনেতার বিশেষ পছন্দ।
নিজেও পিছিয়ে নেই রিজওয়ান। অভিনেতা বলেছেন, ‘সাহরিতে মানে ভোররাতে যেমন আমি নিজেই ওট্স আর ড্রাইফ্রুট দিয়ে একটা খাবার বানিয়ে নিই। কখনও আবার ওট্সের সঙ্গে টোফু বা অন্য সবজি দিয়ে তৈরি করছি খাবারটা। এটা আমি রোজই খাই, কারণ খুবই স্বাস্থ্যকর। হজম করতেও অসুবিধা হয় না। তৈরি করাও সহজ।” এই সময়ে তেলে ভাজা খাবার সম্পূর্ণ ভাবে এড়িয়ে চলেন তিনি।
ইদের পরিকল্পনা প্রসঙ্গে রিজ়ওয়ান বলেন, “আসলে ভাই চাকরির জন্য এখন অন্য শহরে। তাই তেমন কোনও পরিকল্পনা নেই। শহরে থাকব না কি অন্য কোথাও যাব, কিছুই ঠিক হয়নি।”
রমজানে নিয়মিত একটি প্রার্থনা করছেন রিজ়ওয়ান। অভিনেতা বলেন, “আমি ১২ মাসই এই প্রার্থনা করি। রোজার সময়ও চাইছি, আমার চারপাশের মানুষেরা যেন সুস্থ থাকেন, শান্তিতে থাকেন। হিংসা বা ঘৃণা ছড়ানো বন্ধ হোক, এই প্রার্থনা করি।’