বন্ধ হচ্ছে স্কাইপি!

পপুলার২৪নিউজ ডেস্ক:
আপনার থেকে দূরে কোন আপনজনের সঙ্গে ভিডিও চ্যাটে স্কাইপি ব্যবহার করেন? যদি হ্যাঁ। তাহলে স্কাইপি-এর ভার্সন আপডেট করুন দ্রুত।

কারণ, ১ মার্চ থেকে স্কাইপি-এর সব পুরোনো ভার্সন বন্ধ করে দিতে চলেছে মাইক্রোসফট। শুধুমাত্র আপডেটেড ভার্সনেই চলবে স্কাইপি। খবর এই সময়ের।
বর্তমান ভিওআইপি প্ল্যাটফর্ম থেকে আরও আধুনিক প্ল্যাটফর্মে যাওয়ার জন্যই স্কাইপি-র সমস্ত পুরোনো ভার্সন বন্ধ করা হবে বলে জানানো হয়েছে। নতুন ভার্সনেই ভিডিও মেসেজ সেভ, ক্লাউডে ফাইল শেয়ারিং এমনকি মোবাইলে গ্রুপ কলিং-এর ফিচার থাকবে।
তবে উইনডোজ ১০ ব্যবহারকারীদের কোনও সমস্যা হবে না। কারণ, তারা ইতিমধ্যেই আধুনিক স্কাইপি ভার্সন ব্যবহার করছেন।

পূর্ববর্তী নিবন্ধকেমন যাবে আজকের দিন
পরবর্তী নিবন্ধবাবা-মাকে পুঁতে ফেলার পর প্রেমিকাকে মমি!